রাজ্য মন্ত্রীসভায় সিদ্ধান্ত

Spread the love

বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর নবান্নে রাজ্য মন্ত্রীসভার বৈঠক শেষে স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করেন। তিনি বলেন, এদিন বিদায়ী মুখ্যসচিব রাজীব সিনহা-কে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। এছাড়া এদিন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১. বীরসিংহ ডেভলপমেন্ট অথরিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হল। পদাধীকার বলে জেলাশাসক চেয়ারম্যান হবেন। সংশ্লিষ্ট সাংসদ, বিধায়ক ও এলাকার অন্যান্য নির্বাচিত জনপ্রতিনিধি রাও এই বোর্ড এ থাকবেন।

২. দক্ষিণ ২৪ পরগনায় মহেশতলায় কিছু টাউনশিপ তৈরির সময়সীমা করোনার কারনে, বৃদ্ধি করা হলো। এরমধ্যে হাসপাতাল, স্কুল ও ফিল্ম সিটি রয়েছে।

৩. দ্য লার্জেস্ট ফ্লোটিং সোলার পাওয়ার প্ল্যান্ট তৈরির সিদ্ধান্ত। ৫ মেগাওয়াট বিদুৎ উৎপাদন করবে। মুর্শিদাবাদ এর সাগরদিঘি তে ২২ কোটি টাকা ব্যয়ে এই প্ল্যান্ট নির্মিত হবে। ১ লক্ষ বাড়িতে বিদ্যুত সরবরাহ করা সম্ভব হবে

৪. রাজ্য পুরোহিত কল্যান প্রকল্প মন্ত্রীসভার অনুমোদন পেলো।

এবারে মুখ্যসচিব কে?

বিদায়ী মুখ্যসচিব রাজীব সিনহাকে ধন্যবাদ জ্ঞাপন করা হল ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার। প্রশ্ন ওঠে এবার তাহলে মুখ্যসচিব কে হবেন? স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের নাম মুখ্যসচিব হিসাবে স্বভাবতই এসে যায়। নবান্ন সূত্রের খবর সেই সম্ভাবনাই বেশি। তবে একটি সূত্রের খবর রাজীব সিনহাকে এক্সটেনশন দিয়ে আরও বেশ কিছুদিন রাখা হতে পারে। অনেকের মতে তারপরে মুখ্যসচিব হওয়ার দৌড়ে নাম আছে নবীন প্রকাশেরও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*