কৃষি বিলের প্রতিবাদে অবস্থান বিক্ষোভ তৃণমূল কৃষক সংগঠনের

Spread the love

কৃষি বিলের প্রতিবাদে কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে আন্দোলনে সামিল হলেন বাংলার কৃষকেরা। তৃণমূল কংগ্রেসের কৃষক ক্ষেতমজুর সংগঠনের নেতৃত্বে আন্দোলন অন্যমাত্রা পেল। রক্ত দিয়ে লিখে প্রতিবাদ জানান আন্দোলনরত কৃষকরা। কৃষি বিল প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন জারি রাখার হুঁশিয়ারি দেন কৃষকেরা ।

সংসদে কৃষি বিল পাস হওয়ার পর থেকেই গোটা দেশজুড়ে আন্দোলন শুরু করেছে বিরোধীরা। কলকাতায় পথে নেমে লাগাতার প্রতিবাদে সামিল হয়ে চলেছে তৃণমূল কংগ্রেস। ছাত্র সংগঠনের প্রতিবাদের পর গতকাল ও আজ পরপর দুদিন ধরে পথে নেমে আন্দোলন সংগঠিত করছে তৃণমূল কংগ্রেসের কৃষক সংগঠন। বেচারাম মান্নার নেতৃত্বে কলকাতার মেয়ো রোডের গান্ধি মূর্তি পাদদেশে দিনভর অবস্থান বিক্ষোভে সামিল হন তাঁরা। কোনওভাবেই কৃষি বিলকে মানা হবে না বলে মঞ্চ থেকে আওয়াজ তোলেন কৃষকেরা। সরকারি সহায়ক মূল্যে কৃষি পণ্য বিক্রির দাবি জানায় পশ্চিমবঙ্গ কিষাণ ক্ষেতমজুর সংগঠন। ধান, শাক-সবজি সহ জমির বিভিন্ন ফসল প্রতিবাদ মঞ্চে রেখে চলে অবস্থান-বিক্ষোভ। কৃষকদের অধিকারে পুঁজিবাদীদের হস্তক্ষেপ কোনভাবেই মানা হবে না বলে হুঁশিয়ারি দেয় আন্দোলনরত কৃষকরা।

পাশাপাশি তাঁরা জানিয়ে দেন, এই বিল বাতিল না হওয়া পর্যন্ত জারি থাকবে কৃষকদের এই আন্দোলন।

বিরোধী দলগুলি নিজেদের নিজেদের মতো করে এই ইস্যুতে আন্দোলন করে। তৃণমূল ধর্না মঞ্চ চালায় মেয়ো রোডে। সিপিএম, কংগ্রেস থেকে অন্যান্য বিরোধী দলগুলোর কৃষক সংগঠন মিছিল করে।

এদিন বিকেলে ধর্মতলা থেকে শ্যামবাজার পর্যন্ত পদযাত্রা হয় পদযাত্রায় অংশ নেন বিমান বসু, আব্দুল মান্নান এর মত বামপন্থী ও কংগ্রেস নেতারা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*