ফের কোরোনায় আক্রান্ত হলেন রাজ্য বিধানসভার দু’জন কর্মী ৷ এনিয়ে বিধানসভায় মোট ১৩ জনের শরীরে ভাইরাসের হদিস মিলেছে ৷ এর মধ্যে কোরোনা আবহে একাধিকবার বিধানসভা জীবাণুমুক্ত করার কাজ হয়েছে । স্থানীয় কলকাতা পৌরনিগম এবং দমকল, পূর্ত বিভাগের সহায়তায় বিস্তীর্ণ বিধানসভা চত্বরকে জীবাণুমুক্ত করার কাজ করা হয়েছে।
বিধানসভার চতুর্থ শ্রেণির এক কর্মী গত কয়েকদিন ধরে শারীরিক অসুস্থতা নিয়ে বাড়িতেই ছিলেন। শুক্রবার সকালে তাঁর নমুনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে ৷ কয়েকদিন ধরে সামান্য জ্বর এবং গলায় ব্যথা নিয়ে নিয়মিত অফিস করছিলেন আরেকজন চতুর্থ শ্রেণির মহিলা কর্মী। আজ তাঁর রিপোর্ট পজিটিভ এসেছে। সংশ্লিষ্ট দুই কর্মীকে আপাতত চিকিৎসার জন্য ছুটি নিতে বলা হয়েছে। চতুর্থ শ্রেণির ওই দুই কর্মীর বিভাগে কোরোনা পরীক্ষা শুরু হয়েছে ৷ সূত্রের খবর, সব কর্মীকেই ফের কোরোনা টেস্ট করানো হবে।
বিধানসভায় ঢোকার মুখেই নতুন দু’টি কল বসানো হয়েছে। পাশেই রয়েছে হাত জীবাণুমুক্ত করার বিশেষ রাসায়নিক। বিধানসভায় আগত প্রত্যেক বিধায়ক , সংবাদমাধ্যমের প্রতিনিধি, নিরাপত্তারক্ষী-সহ বিধানসভার কর্মীদেরও সরকার নির্দিষ্ট কোরোনা সংক্রমণের বিধি মেনে প্রবেশ করানো হচ্ছে। শারীরিক দূরত্ব বজায় রেখে কর্মচারীরা কাজ করছেন ৷ হাতে গ্লাভস , মুখে মাস্ক এবং জীবাণুনাশক রাসায়নিক তরল ব্যবহার করতে হচ্ছে প্রত্যেককে। কোরোনার সংক্রমণ মোকাবিলার জন্য বিধানসভার অধিবেশন দু’দিনের পরিবর্তে একদিন করে দেওয়া হয়েছে।
Be the first to comment