এনসিবি-র নজরে এবার হৃত্বিক-শাহিদ

Spread the love

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্ত এক অপ্রত্যাশিত মোড় নেয়, যখন তার মধ্যে ঢুকে পড়ে বলিউডের মাদক-যোগের প্রসঙ্গ। রিয়া চক্রবর্তীর গ্রেফতারের পর সামনে এসেছে দীপিকা পাডুকোন, সারা আলি খান, শ্রদ্ধা কাপুর, রাকুল প্রীত সিং-এর মতো প্রথম সারির অভিনেত্রীদের নামও। শনিবারই এনসিবি-র দফতরে জিজ্ঞাসাবাদের জন্যে ডাক পড়েছিল দীপিকা পাডুকোন, শ্রদ্ধা কাপুর এবং সারা আলি খানের।

শুক্রবার জবানবন্দি দিয়ে এসেছেন রাকুল প্রীত সিং। এই সবের মধ্যেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছিল, শুধুমাত্র নায়িকারাই কি এই চক্রে যুক্ত? বলিউডের পুরুষ মহলের কি কোনও যোগ নেই এই বিষয়ে। যোগ আছে কি নেই, তা এখনই স্পষ্ট করে বলা সম্ভব না হলেও, এনসিবি-র কড়া নজর থেকে যে কেউই পার পাবেন না তা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে।

জানা গিয়েছে, এবার জানা গিয়েছে জিজ্ঞাসাবাদের পরবর্তী দফায় এনসিবি-র দফতরে ডাক পড়তে পারে হৃত্বিক রোশনের। আগামী সপ্তাহেই হয়তো নার্কোটিকস কন্ট্রোল ব্যুরোর সময় পৌঁছে যেতে পারে হৃত্বিকের হাতে। এনসিবি-র সন্দেহ ২০১৭ সালে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে হেলথ ডিটক্সের নামে ভর্তি হলেও, এর পিছনে অন্য কোনও কারণ ছিল হৃত্বিকের। হাসপাতালের থেকে অভিনেতার মেডিকাল রিপোর্ট বের করার চেষ্টা করছে এনসিবি-র তদন্তকারী দল। এখানেই থেমে থাকছে না নামের তালিকা। জিজ্ঞাসাবাদের জন্যে ডাকা হতে পারে শাহিদ কাপুর এবং অর্জুন রামপালকেও।

অন্যদিকে, আজ শনিবার নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর জিজ্ঞাসাবাদের সামনে ড্রাগ-চ্যাটে কথা স্বীকার করে নিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এবং শ্রদ্ধা কাপুর। এমনই জানা যাচ্ছে, বিভিন্ন রিপোর্ট সূত্রে।

সূত্রের খবর, যে মাদক চ্যাট গ্রুপের কথোপকথনের ভিত্তিতে সুশান্ত সিং রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তী মাদক-যোগসূত্র প্রকাশ্যে এসেছিল, সেই গ্রুপে মাদক সংক্রান্ত চ্যাটের কথা স্বীকার করেছেন ‘পদ্মাবত’ অভিনেত্রী। একইভাবে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে পার্টিতে যাওয়ার কথা এবং ড্রাগ-চ্যাটের অভিযোগ মেনে নিয়েছেন শ্রদ্ধা কাপুর।

তবে দুই অভিনেত্রীরই দাবি, তাঁরা কখনই মাদক সেবন করেননি। এমনই জানা যাচ্ছে সংবাদমাধ্যমের রিপোর্ট সূত্রে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*