লকডাউনে ঘরে ফেরার সময় কতজন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছিল। বাদল অধিবেশনে বিরোধীদের এই প্রশ্ন নিয়ে কোনও তথ্য কেন্দ্রের কাছে ছিল না ৷ বিরোধীদের অভিযোগ, বাদল অধিবেশনে একাধিক প্রশ্নে কেন্দ্রের কাছে কোনও তথ্য ছিল না। আর আজ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে এই নিয়ে কেন্দ্রকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বললেন, প্রত্যেক নাগরিকের তথ্য জানার অধিকার রয়েছে ৷
আজ একটি টুইট করেন মুখ্যমন্ত্রী ৷ তিনি লেখেন , আজ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। বাদল অধিবেশন চলাকালীন কীভাবে কেন্দ্রীয় সরকারের (GOI ) রূপ প্রকাশ্যে এসেছে , তা দেখে আমি সত্যিই অবাক ৷ বেশিরভাগ প্রশ্নেই, কেন্দ্রের কাছে কোনও তথ্য ছিল না ৷ প্রত্যেক নাগরিকের তথ্য জানার অধিকার রয়েছে । সরকার জনগণের কাছে জবাবদিহি করতে দায়বদ্ধ।
Be the first to comment