সোমবার ২৮ সেপ্টেম্বর রাজভবনে এক সাংবাদিক সম্মেলনে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে রাজ্য সরকারের কড়া সমালোচনা করলেন রাজ্যপাল। তিনি আবারও বললেন রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক। রাজ্য অপরাধ, সন্ত্রাসবাদ, বেআইনি বোমা তৈরি, দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। তিনি পুলিশ বিশেষত রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রর কড়া সমালোচনা করে বলেন তিনি অত্যন্ত উদ্ধত ও দায়িত্ব জ্ঞানহীন। রাজ্যপাল এই অভিযোগও তোলেন সব ক্ষেত্রেই ইলেক্ট্রনিক্স নজরদারই চলছে। বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে।
তিনি মুখ্যমন্ত্রীর সমালোচনা করে বলেন আমি রাবার স্ট্যাম্প রাজ্যপাল হতে চাই না। তিনি মুখ্যমন্ত্রীকে সাংবিধানিক দায়িত্ব পালন করতে বলেন। প্রশ্ন তোলেন রাজ্যে কি নৈরাজ্য চলছে না? পিএম কিষাণ যোজনার টাকা সরাসরি কৃষকের কাছে না পৌঁছে মধ্যস্থতার ভূমিকা পালন করতে চায় রাজ্য। এই অভিযোগ আবারও আনলেন রাজ্যপাল। তিনি বলেন রাজ্য সরকার কখনোই এজেন্ট হতে পারে অর্থাৎ আমরা দেখলাম গত ২৬ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীর রাজ্যপালকে লেখা চিঠিতে যেমন তিনি রাজ্যপালের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছিলেন, তেমনি রাজ্যপালও এদিনের বক্তব্যে মুখ্যমন্ত্রীর সাংবিধানিক দায়িত্ব নিয়ে প্রশ্ন তুললেন।
Be the first to comment