মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন বিজেপি নেতা অনুপম হাজরা। এইনিয়ে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠেছে। সোমবার প্রদেশ কংগ্রেস সভাপতি তথা কংগ্রেস সংসদীয় দলের নেতা অধীর চৌধুরীও দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে।
অধীরবাবু স্পষ্ট বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অর্থাৎ তাঁর রাজনীতির বিরোধী মত পোষণ করেন তিনি। তাই তাঁর বিরুদ্ধে বক্তব্য ছিল, আছে এবং থাকবে। কিন্তু ব্যক্তি আক্রমণ বা একজন মহিলার বিরুদ্ধে অশালীন মন্তব্য করা ভারতবর্ষের সংস্কৃতি নয়। অনুপম হাজরার এই বক্তব্য অত্যন্ত কুরুচিকর বলেই বিজেপির এর জন্য ক্ষমা চাওয়া উচিত বলেই মত অধীরবাবুর।
অধীর বাবুর বক্তব্য আমরা নীচে তুলে ধরলাম।
Mamota Banerjee er birudhey amar hajaro avijog achhe o thakbe, Avijog byakto karar adhikar amar achhe, kintu tar birudhey ashalin mantyobyo karar kono adhikar nei.
Akjan mohilar proti BJP netar ashalin montyobyo Banglar tatha Bharotio Sanskritir apoman bole mone kori, Ex-TMC MP akdin didi ke debi bolten, tar doyate MP hoyechhilen, BJP Party khama chao,
Banglai esab cholbe na.
-Adhir Ranjan Chowdhury
Be the first to comment