এবার কামতাপুরি ভাষা অ্যাকাডেমি গঠনের জন্য ৫ কোটি টাকা দিলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার শিলিগুড়িতে উত্তরকন্যায় জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের প্রশাসনিক বৈঠকের মঞ্চ থেকে কামতাপুর আন্দোলনের নেতা অতুল রায়ের হাতে এই চেক তুলে দেন তিনি।
পাশাপাশি, আলিপুরদুয়ারে বক্সা ফোর্টের উন্নয়নে আরও ৫ কোটি টাকা দেন। জলপাইগুড়ি জেলায় ১৩০ জন KLO লিংকম্যানের হাতে আজ চাকরির নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, বুধবার আরও ১৬১ জন KLO লিংকম্যানকে নিয়োগ করা হবে ।
আজ প্রশাসনিক সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের পুরোহিতদের ভাতা প্রদানের সূচনা করেন। পাশাপাশি জানিয়ে দেন, রাজ্যজুড়ে মন্দির সংস্কারে বিশেষ জোর দিচ্ছে রাজ্য। এছাড়া আসন্ন বিধানসভা নির্বাচনের আগে পাট্টা বিলির ক্ষেত্রে দ্রুত কাজ এগোনোর পাশাপাশি তপশিলি জাতি, উপজাতি সংক্রান্ত শংসাপত্র দেওয়ার কাজে নানা জটিলতা নিয়ে জেলা প্রশাসনের কর্তাদের ধমক দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, কাজ কোথাও ফেলে রাখলে চলবে না। দ্রুত কাজ শেষ করুন। সরকারের নীতি রূপায়ণ করতে গিয়ে ইচ্ছাকৃত দেরি, ভুল ব্যাখ্যা ও অপপ্রচার বরদাস্ত করবে না সরকার।
এদিন মুখ্যমন্ত্রী ডুয়ার্সের চা বাগান সম্পর্কে খোঁজখবর নেন। বৈঠকে উপস্থিত মন্ত্রী মলয় ঘটক, গৌতম দেব কে চা বাগান গুলি খোলা এবং সেখানকার শ্রমিকদের সমস্যা সমাধানে বৈঠক করার নির্দেশ দেন। ১০০ দিনের কাজ থেকে শুরু করে, রাস্তা তৈরির কাজ সহ কোনো উন্নয়নমূলক কাজ যে আর ফেলে রাখা যাবে না, তাও তিনি বুঝিয়ে দেন প্রশাসনিক কর্তাদের।
মুখ্যমন্ত্রী বলেন, রাজবংশী ভাষা অ্যাকাডেমি আছেই। কামতাপুরি ভাষাও একই ভাষা। অনেকটাই কাছাকাছি। কেউ বলেন রাজবংশী, কেউ বলেন কামতাপুরি। আমি বিবাদ চাই না। তাই এবার কামতাপুরি ভাষা অ্যাকাডেমিও গঠন করা হচ্ছে। সরকার সকলকে নিয়েই চলতে চায়। কারও ভাবাবেগকে আঘাত করতে চাই না আমরা।
একশো দিনের কাজ থেকে শুরু করে নানা উন্নয়নের কাজ কী অবস্থায় আছে তা খতিয়ে দেখে জানুয়ারির মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। বলেন, উত্তরবঙ্গে বহু কাজ করছি এবং করেছি। বেশি কাজ করেও মূল্যহীন, কম কাজ করে অশান্তি লাগালে বড়? আমার কাছে সকলেই পরিবার। ঐক্যবদ্ধভাবেই সকলকে নিয়ে থাকতে চাই।
Be the first to comment