আজ ঐতিহাসিক বাবরি মসজিদ মামলার রায়দান

Spread the love

আজ ঐতিহাসিক বাবরি মসজিদ মামলার রায়দান হবে আজ। বাবরি মসজিদ ভাঙা হয়েছিল ১৯৯২ সালের ৬ ডিসেম্বর। সেই ঘটনারই রায়দান আজ করতে চলেছে লখনউয়ের বিশেষ আদালত। উত্তরপ্রদেশ জুড়ে এই ঘটনায় প্রায় ৩ হাজার মানুষের মৃত্যু হয়।

এই মামলায় অন্যতম প্রধান অভিযুক্তরা হলেন বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর জোশী, প্রাক্তন মন্ত্রী উমা ভারতী ও উত্তরপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং।বাবরি মসজিদ ধ্বংসের ঘটনায় যাদের বিরুদ্ধে মামলা হয়েছিল তাদের মধ্যে বর্তমানে ৩২ জন বেঁচে রয়েছেন। তবে এই অভিযুক্তদের কেউই এদিন আদালতে উপস্থিত থাকবেন না বলে জানা গেছে।

এই রায় দান নিয়ে প্রতিটি রাজ্যকেই সজাগ করেছে কেন্দ্র। কোনোরকম বিশৃঙ্খলা না তৈরী হয় এই রায় নিয়ে সেজন্য প্রতিটি রাজ্যের স্বরাষ্ট্রসচিব, মুখ্য সচিব ও ডিজিকে আরোও সজাগ থাকতে নির্দেশ দিয়েছে কেন্দ্র।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*