বাবরি মসজিদ ধ্বংস মামলায় ৩২ জন অভিযুক্তকেই বেকসুর খালাস দিল বিশেষ আদালত। লালকৃষ্ণ আডবানী, উমা ভারতী, মুরলীমোহন জোশী, কল্যাণ সিং সহ ৩২ জন অভিযুক্তই এখন মুক্ত। ২৮ বছর পর মামলার রায়দান হল আজ।
আজ বিচারক জানান, অভিযুক্তদের বিরুদ্ধে জোরালো কোনো সাক্ষ্য নেই। তিনি জানান, এ ঘটনা পূ্র্ব পরিকল্পিত নয়।
বাবরি মামলার রায় শোনানোর সময় কী কী বললেন বিচারক ?
বাবরি মসজিদ ধ্বংস পূর্ব-পরিকল্পিত নয় ।
অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ নেই ।
CBI-র পেশ করা ভিডিয়ো এবং অডিয়োর সত্যতা যাচাই করা যায়নি ।
যারা গম্বুজের চূড়ায় উঠেছিল, তারা সমাজ-বিরোধী ছিল ।
বক্তৃতার অডিয়ো স্পষ্ট নয় ।
Be the first to comment