হাথরস মামলায় কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর, যোগীর পদত্যাগ দাবি প্রিয়াঙ্কার

Spread the love

হাথরসের গণধর্ষণ মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তরপ্রদেশের হাথরসে ২০ বছরের এক যুবতিকে গণধর্ষণ ও নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে দেশব্যাপী ক্ষোভের মাঝে আজ এমনই জানালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

অন্যদিকে , হাথরসের ঘটনায় যোগী আদিত্যনাথকে আক্রমণ করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তিনি মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানান। বলেন , মুখ্যমন্ত্রীর পদে থাকার তাঁর কোনও নৈতিক অধিকার নেই।

১৪ সেপ্টেম্বর মা ও দাদার সঙ্গে প্রতিদিনের মতো ঘাস কাটতে গিয়েছিলেন হাথরসের ওই যুবতি ৷ অভিযোগ, সেই সময় তাঁকে গলায় ওড়না পেঁচিয়ে টানতে টানতে পাশের একটি জমিতে নিয়ে যায় ও গণধর্ষণ করে চারজন৷ জিভ টেনে ছিঁড়ে দেওয়ার চেষ্টা করা হয় ৷ তাঁর জিভে গভীর ক্ষত ছিল। JNMC-এ চিকিৎসা চলছিল যুবতির। অবস্থার উন্নতি না হওয়ায় সোমবার দিল্লির সফদরজং হাসপাতালে ভরতি করা হয়। সেখান থেকে পরে AIIMS-এ নিয়ে আসা হয়। টানা ১৫ দিনের লড়াই শেষে গতকাল দিল্লিতে মৃত্যু হয় হাথরসের ‘গণধর্ষিতা’র।

এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। আজ এমনই জানালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ঘটনার তদন্তের জন্য তিন সদস্যের একটি প্যানেল গঠন করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, প্যানেলটিকে সাত দিনের মধ্যে একটি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। যোগী আদিত্যনাথ ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার পরিচালনার জন্যও বলেছেন।

অন্যদিকে , পরিবারের অনুপস্থিতিতেই হাথরসের নির্যাতিতার শেষকৃত্য সেরে ফেলার অভিযোগ উঠল উত্তরপ্রদেশের পুলিশের বিরুদ্ধে। টানা ১৫ দিনের লড়াই শেষে গতকাল দিল্লিতে মৃত্যু হয় হাথরসের ‘গণধর্ষিতা’র। অভিযোগ , গতরাতে নির্যাতিতার পরিবারের সদস্যদের বাড়িতে আটকে রেখেই শেষকৃত্য সারা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*