আনলক-৫ : স্কুল-কলেজ খোলার অনুমতি কেন্দ্রের

Spread the love

আনলক-৫’এ স্কুল ও কলেজ খোলার অনুমতি দিল স্বরাষ্ট্র মন্ত্রক । ১৫ অক্টোবর থেকে এই নিয়ম কার্যকরী হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত রাজ্য ও শিক্ষা প্রতিষ্ঠানগুলির উপর ছেড়ে দেওয়া হয়েছে। পাশাপাশি সিনেমা হল ও থিয়েটার খোলার অনুমতি দেওয়া হয়েছে।

প্রায় ছ’মাস পর খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। মার্চ মাস থেকে দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে পঠন-পাঠন বন্ধ হয়ে যায়। পরে অনলাইনে ক্লাস শুরু হলেও পড়ুয়ারা শারীরিকভাবে স্কুল-কলেজে উপস্থিত হতে পারেনি। এবার আনলক -৫ পর্বে শিক্ষা প্রতিষ্ঠানগুলি খোলার অনুমতি দিল স্বরাষ্ট্র মন্ত্রক।

যদিও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য ও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলি। চলবে অনলাইন ক্লাস। এর পাশাপাশি সিনেমা হল, থিয়েটার ও মাল্টিপ্লেক্সগুলি খোলার অনুমতি দেওয়া হয়েছে । তবে ৫০ শতাংশ দর্শক থাকতে পারবেন একেকবারে। সুইমিং পুল, খেলোয়াড়দের প্রশিক্ষণের জায়গা খোলার অনুমতি দেওয়া হয়েছে। ১৫ অক্টোবর থেকে এই নিয়ম কার্যকরী হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*