গত রবিবার থেকেই শুরু হয়েছে আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে যুদ্ধ। মূলত বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে শুরু হয়েছে এই যুদ্ধ। এমন পরিস্থিতিতে যুদ্ধ বন্ধ করার জন্য আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে শান্তি আলোচনার আয়োজক হওয়ার প্রস্তাব দিয়েছে রাশিয়া। জানা গেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।
আর্মেনীয় অধ্যুষিত নাগোরনো-কারাবাখ নিয়ে আজ়ারবাইজান ও আর্মেনিয়ার বিবাদ দীর্ঘদিনের। ১৯৯৪ সালে অস্ত্রবিরতির আগে আজ়ারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার যুদ্ধে প্রায় ৩০ হাজার মানুষের প্রাণহানি ঘটে। ওই লড়াইয়ের পর থেকে নাগোরনো-কারাবাখ অঞ্চল আর্মেনিয়ার মদতে দখল করে নেয় আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীরা। ২০১৬ সালে ওই এলাকায় সংঘর্ষে ১১০ জন নিহত হয়েছিলেন। গত রবিবার থেকে শুরু হওয়া এই সংঘাতে এখন পর্যন্ত শতাধিক মৃত্যু হয়েছে। যুদ্ধে বুধবারও নতুন করে আরো ২৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ দুই দেশের সরকারকে শান্তি আলোচনার প্রস্তাব দিয়েছেন বলে জানা গেছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, লাভরভ দুই দেশের সরকারকে বাকযুদ্ধ থামানোরও আহ্বান জানিয়েছেন।
Be the first to comment