শুক্রবার ২ অক্টোবর বিকেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে ছিল ভার্চুয়াল বৈঠক। বৈঠকের প্রথমে বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপরি সুব্রত বক্সী। তিনি সংগঠনকে ঢেলে সাজানোর উপর জোর দেন। পরবর্তী বক্তা তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এবং তারপরে বলেন যুব তৃণমূল কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধায়ক, জেলা সভাপতি, শাখা সংগঠনের প্রধানদের মিলিয়ে মোট ৩৭০ জন উপস্থিত ছিলেন।
আগামীকাল থেকে ১২ অক্টোবর প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে কর্মী সম্মেলন করতে হবে। এর পাশাপাশি উত্তরপ্রদেশের দলিতদের উপর অত্যাচার, কৃষি বিলের মতো ইস্যুতে ব্লকে ব্লকে মিটিং মিছিল করতে হবে। মোদ্দা কথা বিজেপির বিরুদ্ধে সর্বাত্মক লড়াইতে নামতে হবে। জেলা সভাপতিদের মুখপাত্রদের নিয়ে সাংবাদিক সম্মেলনও করতে বলা হয়েছে। এদিনের বৈঠকে সংগঠনকে জোরদার করার বার্তা এবং বিজেপির জনবিরোধী নীতির প্রতিবাদ করে রাজ্যের উন্নয়নকে তুলে ধরার কথাও বলা হয়েছে। রাজ্য জুড়ে এবং রাজ্যের বাইরে বিভিন্ন আন্দোলনের কারনে সব বিধায়ক উপস্থিত ছিলেন না।
Be the first to comment