মিটিং সেরে কলকাতায় এলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন বিমানবন্দরেই সাংবাদিকরা কৃষি আইন এর বিরুদ্ধে বিরোধীদের রাস্তায় নামা নিয়ে দিলীপবাবুকে প্রশ্ন করলে তিনি উত্তর দেন, সারা ভারতবর্ষের কৃষকরা কৃষি সংশোধনী আইন নিয়ে খুশি। ভারতীয় জনতা পার্টি গ্রামে-গঞ্জে কৃষকদের নিয়ে মিছিল করছে কৃষকদের সাথে আছেন এবং কৃষকরা খুশি আছে। তিনি আরো বলেন যেসব দালালরা ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা শহরে এসে মিছিল করছে এবং বিরোধী দলের সাথে আছে।
উত্তরপ্রদেশের ঘটনায় তিনি মন্তব্য করেন, যারা দোষী তারা শাস্তি পাবে। এবং যারা এই নিয়ে রাজনীতি করতে চাইছেন তারা পশ্চিমবঙ্গে এসে দেখে যান মহিলাদের কি রকম অবস্থা।
এদিন দিল্লি থেকে কলকাতায় আসেন নতুন দায়িত্বপ্রাপ্ত বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়। বিজেপির মিছিল আটকানো নিয়ে মুকুল রায়কে প্রশ্ন করলে তিনি মন্তব্য করেন আমরা এটা দেখতে অভ্যস্ত পশ্চিমবঙ্গে সবসময় কোনো রাজনৈতিক দল গেলেই তাদের কিভাবে আটকানো হয়। নির্বাচন এবার মুকুল রায়ের দায়িত্বে এ প্রশ্নের উত্তরে তিনি বলেন এরকম কোন কথা নেই যারা এ বিষয়ে বলছেন তারা না জেনে বলছেন আমি ভারতীয় জনতা পার্টির সহ-সভাপতি। সভাপতি হিসাবে কোথাও নির্বাচন হলে আমার যে দায়িত্ব থাকে এখানেও তাই নতুন কিছু নয়।
তাঁরা আরোও কি বললেন দেখে নিন ভিডিও….
Be the first to comment