হাথরসে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করলেন রাহুল-প্রিয়াঙ্কা

Spread the love

শনিবার দিনভর ভোগান্তির পর হাথরসে নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী। যোগী সরকারের কাছ থেকে অনুমতি আদায় করে শনিবার রাতে হাথরসের বুল গড়হী গ্রামে নির্যাতিতার বাড়িতে পৌঁছন তাঁরা। সঙ্গে ছিলেন কংগ্রেসের আরও তিন নেতা। সেখানে নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেন তাঁরা। মন দিয়ে তাঁদের অভিযোগ শোনেন। নির্যাতিতার পরিবারের লোকজন প্রিয়াঙ্কাকে মেয়ের ছবিও দেখান।

সেখান থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রিয়াঙ্কা বলেন, শেষ বারের মতো মেয়েকে দেখতেও পাননি ওঁরা। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নিজের দায়িত্ব বোঝা উচিত। ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাব আমরা। নির্যাতিতার পরিবার বিচারবিভাগীয় তদন্ত চান। অপসারণ চান জেলাশাসকের। ওঁদের নিরাপত্তাও দিতে হবে।

রাহুল বলেন, ‘‘পৃথিবীর কোনও শক্তি নির্যাতিতার পরিবারকে চুপ করিয়ে রাখতে পারবে না। ’’

হাথরস যাওয়া নিয়ে গত দু’দিন ধরে উত্তরপ্রদেশ সরকারের সঙ্গে টানাপড়েন চলছিল বিরোধীদের। অবশেষে শনিবার বিরোধীদের রাস্তা ছেড়ে দিতে হয় যোগী আদিত্যনাথের সরকারকে। রাজনৈতিক চাপে পড়েই যোগী সরকার তাঁদের হাথরসে ঢোকার অনুমতি দিতে বাধ্য হয়েছে বলে কংগ্রেসের দাবি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*