কৃষি আইনের প্রতিবাদে আজ থেকে “খেতি বাঁচাও যাত্রা” শুরু করলেন রাহুল গান্ধী। তিনদিন ধরে এই কর্মসূচি চলবে। পঞ্জাব থেকে শুরু হয়ে শেষ হবে দিল্লিতে।
আজ রাহুল গান্ধী প্রথমে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং এবং দলের অন্য নেতাদের সঙ্গে মোগা জেলায় এক জনসভায় বক্তৃতা দেন। এরপরে বাধনি কালান থেকে জাটপুরা পর্যন্ত “ট্রাক্টর যাত্রা” করবেন। পরে লুধিয়ানার জাটপুরায় এক জনসভায় ভাষণ দিয়ে আজকের দিনের কর্মসূচি শেষ করবেন।
কৃষি আইনের বিরুদ্ধে ২৪ সেপ্টেম্বর থেকেই দেশজুড়ে বিক্ষোভ আন্দোলনে নেমেছে কংগ্রেস। যা ১৪ নভেম্বর পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে। কংগ্রেসের তরফে জানানো হয়েছে, এই কিষাণ যাত্রার লক্ষ্য কৃষি আইনের বিরুদ্ধে তাদের অবস্থান এবং কেন্দ্রীয় সরকারের “কৃষক বিরোধী” চেহারা তুলে ধরা।
সম্প্রতি কৃষকদের (ক্ষমতায়ন ও সুরক্ষা) মূল্য আশ্বাস ও কৃষি পরিষেবা বিল – ২০২০, কৃষি উৎপাদন ও বাণিজ্য বিল – ২০২০ এবং প্রয়োজনীয় পণ্য (সংশোধনী) বিল -২০২০ সংসদে পাশ হয়। এরপর তাতে সই করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
Be the first to comment