ব্যারাকপুরের বিজেপি নেতা মণীশ শুক্লা খুনের ঘটনায় ইতিমধ্যেই সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য। যদিও নিজেদের সিবিআই তদন্তের দাবি থেকে সরেনি বিজেপি। নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে মরদেহ নিয়ে রাজভবনের দিকে যাওয়ার সময় পুলিশের সঙ্গে বচসা হয় বিজেপি নেতৃত্বের। মৃত নেতার বাবা যান রাজভবনে।
পুলিশ সূত্রে জানা গেছে যেখানে বিজেপি নেতাকে গুলি করা হয়, সেখানকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অনেক তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে। সেই তথ্য প্রমাণের উপর নির্ভর করেই তদন্তের গতি এগোচ্ছে। তবে ইতিমধ্যেই এই ঘটনায় বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে বলে খবর। খুব তাড়াতাড়ি খুনের কিনারা হবে বলেই জানিয়েছে পুলিশ। এদিন সন্ধ্যায় মণীশ শুক্লার দেহ টিটাগড়ের উদ্দেশে রওনা দেওয়ার পর মৃত নেতার বাবা ও বিজেপি প্রতিনিধিদল রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন। পাশাপাশি রাজ্যপালের কাছে সিবিআই তদন্তের আর্জি জানান তাঁরা।
Be the first to comment