দেশে কোরোনা থাবা বসানোর সঙ্গে সঙ্গেই সংক্রমণ ঠেকাতে বন্ধ রাখা হয়েছিল সিনেমা হল। আনলক ৫-এ সিঙ্গল ও মাল্টিপ্লেক্স খোলার কথা আগেই ঘোষণা করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফে। সেই মতো প্রায় সাত মাস পর ১৫ অক্টোবর থেকে খুলছে সিনেমা হলের দরজা। তবে মেনে চলতে হবে বেশ কিছু বিধিনিষেধ। আজ সেই বিধিনিষেধের তালিকা ঘোষণা করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাওড়েকর।
এক ঝলকে দেখে নেওয়া যাক সেই বিধিনিষেধগুলি…
- দর্শক আসন সংখ্যার ৫০ শতাংশ পূরণ করা যাবে।
- বসার সময় সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।
- ‘এই আসনে বসা যাবে না’ বলে চিহ্নিত করতে হবে।
- হাতধোয়া ও স্যানিটাইজ়ারের ব্যবস্থা রাখতে হবে।
- সবাইকে আরোগ্য সেতু অ্যাপ ব্যবহারের পরামর্শ দিতে হবে।
- সিনেমা হলে ঢোকার সময় থার্মাল স্ক্রিনিং বাধ্যতামূলক।
- প্রতিটি শোয়ের মাঝে নির্দিষ্ট সময়ের ব্যবধান রাখা বাধ্যতামূলক ।
- অনলাইনে পেমেন্ট করার জন্য দর্শকদের বলতে হবে ।
- প্রতিদিন সিনেমা হল ও তার তার পার্শ্ববর্তী জায়গা জীবাণুমুক্ত করতে হবে ।
- একাধিক কাউন্টারের ব্যবস্থা রাখতে হবে হলে ।
- বিরতির সময় প্রয়োজন ছাড়া দর্শকদের জায়গা ছেড়ে না ওঠার পরামর্শ দিতে হবে ।
- গোটা দিন সিনেমার টিকিট কেনার জন্য কাউন্টার খোলা রাখতে হবে । পাশাপাশি ভিড় এড়াতে আগাম বুকিংয়ের ব্যবস্থাও করতে হবে ।
- যেখানে সেখানে থুতু ফেলা যাবে না ।
- শুধুমাত্র প্যাকড খাবার নিয়েই হলে ঢুকতে পারবেন দর্শকরা ।
- খাবার ও নরম পানীয় কেনার জন্য একাধিক কাউন্টার রাখতে হবে ।
- যাঁরা হল পরিষ্কার করবেন তাঁদের সুরক্ষার জন্য গ্লাভস, মাস্ক, বুট ও PPE-র ব্যবস্থা করতে হবে ।
- যাঁরা বিধিনিষেধ মানবেন না তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে ।
- হলের মধ্যে তাপমাত্রা ২৪ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে হবে ।
- শো শুরুর আগে এবং পরে ও বিরতির সময় মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে ঘোষণা করতে হবে।
Be the first to comment