রাজ্যের আইন-শৃঙ্খলার অবনতি ও নারীদের উপর অত্যাচারের ঘটনায় এবার মুখ্যমন্ত্রীকে সরাসরি আক্রমণ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। আজ এই সংক্রান্ত একটি টুইটও করেন তিনি। লেখেন, সরকারি রিপোর্ট অনুযায়ী, ২০২০ সালের অগাস্ট মাসে রাজ্যে ২২৩টি ধর্ষণ হয়েছে। অপহৃত হয়েছেন ৬৩৯ জন। রাজ্যে নারীদের উপর অপরাধের ঘটনা উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে।
তিনি আরও লেখেন, এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা দরকার। নতুন করে কোনও ঘটনা হওয়ার আগে আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনা দরকার। টুইটটি মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশকে যুক্ত করেন তিনি।
রাজ্যপাল এই সংক্রান্ত একটি জেলাভিত্তিক তালিকার ছবিও টুইটারে তুলে ধরেছেন । যাতে দেখা যাচ্ছে, ধর্ষণের ঘটনা সবথেকে বেশি ঘটেছে মুর্শিদাবাদে। ৫১ টি। আর অপহরণ সবথেকে বেশি হয়েছে পূর্ব মেদিনীপুরে ৭৭ টি।
হাথরসে দলিত কিশোরীকে গণধর্ষণের অভিযোগে সরব গোটা দেশ। প্রতিবাদে শামিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। হাথরসের ঘটনার তীব্র নিন্দা করে পথে নেমেছিলেন তিনি। কালো কাপড় হাতে বিড়লা তারামণ্ডল থেকে গান্ধিমূর্তির পাদদেশ পর্যন্ত মিছিল করেছিলেন। এরপর থেকেই রাজ্যে নারীদের উপর অত্যাচার নিয়ে সরব হয়েছে বিজেপি। এবার রাজ্যপালও আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে।
Be the first to comment