বিহারের বিধানসভা নির্বাচনের জন্য এনডিএ-এর মধ্য আসন রফা চূড়ান্ত হয়ে গেল৷ এ দিনই সরকারি ভাবে সেই ঘোষণা করে দেওয়া হল৷ ইতিমধ্যেই বিহারে এনডিএ-এর বাইরে বেরিয়ে গিয়ে একক ভাবে নির্বাচনে লড়ার ঘোষণা করে দিয়েছে লোক জনশক্তি পার্টি৷
বিহারে মোট ২৪৩টি আসনে ভোট গ্রহণ হবে ৷ তার মধ্যে ১১৫টি আসনে লড়বে নীতীশ কুমারের জেডিইউ৷ আর বিজেপি লড়বে ১১২টি আসনে অর্থাৎ দুই দল মিলিয়ে ২২৭টি আসনে লড়বে ৷
বাকি ১৬টি আসন ছোট শরিক দলগুলির মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে ৷ মহাজোট ছেড়ে এনডিএ-তে যোগ দেওয়া মুকেশ সাহনির বিআইপি-কে দেওয়া হয়েছে ৯টি আসন ৷ হ্যাম লড়বে ৭টি আসনে ৷
আসন বণ্টনে ক্ষেত্রে মোট ১২২টি আসন দেওয়া হয়েছিল জেডিইউ-কে ৷ তার মধ্য থেকে তাঁরা HAM-কে ৭টি আসন ছাড়ছে ৷ একই ভাবে নিজেদের ১২১টি আসনের মধ্যে থেকে ৯টি বিজেপিকে ছাড়ছে বিজেপি ৷
নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মেনে না নেওয়ায় এবং দাবি অনুযায়ী আসন না পেয়ে ইতিমধ্যেই একক ভাবে বিহার নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিয়ে রামবিলাস ও চিরাগ পাসোয়ানের লোক জনশক্তি পার্টি ৷ তবে জেডিইউ-এর বিরুদ্ধে প্রার্থী দিলেও তারা বিজেপি প্রার্থীদের বিরুদ্ধে কোনও প্রার্থী দেবে না ৷
Be the first to comment