দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস। উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেই সঙ্গে একটি নিম্নচাপ অক্ষরেখা ওড়িশা উপকূল থেকে পূর্ব বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই নিম্নচাপ অক্ষরেখাটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে। দুইয়ের প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওড়িশা , বিহার , ছত্তিশগড়ে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে। আপাতত , উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। জানিয়েছে , আলিপুর আবহাওয়া অফিস।
আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, শুক্রবার থেকে আন্দামানে নতুন করে আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের অভিমুখে থাকবে নিম্নচাপটি। ক্রমশ শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপে পরিণত হবে। ফলে সপ্তাহ শেষে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে , আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তবে কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে সপ্তাহ শেষে আগামী শনিবার ও রবিবার নাগাদ উত্তরবঙ্গের জেলাগুলিতে দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃষ্টি চললেও অস্বস্তিকর গরম থাকবে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতার জন্য অস্বস্তিকর গরম অনুভূত হবে। কলকাতার আকাশ সকাল থেকেই মেঘলা রয়েছে। সকাল থেকেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা-মাঝারি বৃষ্টি চলছে। ২৪ ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ ৯৩ শতাংশ ও সর্বনিম্ন ৬৩ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।
Be the first to comment