এবার কোরোনায় আক্রান্ত হলেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তার স্ত্রী। তাঁর চিকিৎসা চলছে এম আর বাঙুর হাসপাতালে। শেষ পর্যন্ত পাওয়া খবর থেকে জানা গেছে, তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে। বয়স ৫২।
স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, রাজ্যের স্বাস্থ্য অধিকর্তার স্ত্রীর শরীরে কোরোনা ভাইরাস মেলার পর সোমবার এম আর বাঙুর হাসপাতালে ভরতি করা হয় । চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছে। এবিষয়ে স্বাস্থ্য অধিকর্তার বক্তব্য জানতে চেয়ে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
রাজ্যে কোরোনা সংক্রমণ বৃদ্ধির হার কয়েক দিন সামান্য কম থাকলেও, ফের সংক্রমণের হার আবার বেড়ে চলেছে। মঙ্গলবার রাজ্যের স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৩ হাজার ৩৭০ জন আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে ৬৩ জনের। এখনও পর্যন্ত রাজ্যে দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যার নিরিখে এটাই সর্বাধিক।
রাজ্যে এপর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৭৭ হাজার ৪৯ জন। মোট মৃতের সংখ্যা ৫ হাজার ৩১৮ জন। চিকিৎসকদের সংগঠন WBDF-এর তরফে জানানো হয়েছে, মহালয়া এবং বিশ্বকর্মা পুজোর পর থেকে এ রাজ্যে কোরোনা সংক্রমণ আরও বেড়ে চলেছে।
WBDF-র চিকিৎসকদের আশঙ্কা, আসন্ন শারদ উৎসবে যদি জনস্রোত আটকানো সম্ভব না হয়, তা হলে সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব নাও হতে পারে। এ পরিস্থিতিতে সকলকে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য চিকিৎসকদের এই সংগঠনের তরফে অনুরোধ জানানো হয়েছে।
Be the first to comment