কাটমানি নিয়ে প্রশাসনিক বৈঠকে দলীয় নেতাকর্মী এবং প্রশাসনিক আধিকারিকদের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি প্রকল্পের জন্য কেউ টাকা চাইলেই সাধারণ মানুষকে পুলিশের দ্বারস্থ হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
জঙ্গলমহল সফরের শেষ দিন, বুধবার ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী পথশ্রী প্রকল্পের কথা বলতে গিয়ে তিনি জানান, “পথশ্রী প্রকল্পের কাজে বাধা দেবেন না। টেন্ডার নিয়ে কোনও গন্ডগোল যেন না হয়। সব পঞ্চায়েত, সব রাজনৈতিক নেতৃত্বকে বলছি।’’
তিনি আরও বলেন, ‘‘সরকারি প্রকল্পের সুবিধা দেওয়ার বিনিময়ে কেউ টাকা চাইলে সোজা থানায় যান। সরকার জনগণের। কোনও রাজনৈতিক দলের নয়।” অন্য কোনও সরকারি প্রকল্প থেকেও যাতে একটিও মানুষ বঞ্চিত না হয়, সেদিকে নজর রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
এদিন ঝাড়গ্রামের বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে উদ্দেশ করে ‘ভুল না বোঝার’ আর্জি জানান মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে বিঁধে তিনি বলেন, “ঝাড়গ্রামে অনেক কাজ হয়েছে। তা সত্ত্বেও যারা বড় বড় কথা বলছেন তারা আগে নিজেরা একটু কাজ করে দেখান।” নির্বাচনের আগে যাতে নতুন করে ঝাড়গ্রামে কোনও অশান্তির পরিবেশ তৈরি না হয় সেদিকে নজর রাখার কথাও বলেন মুখ্যমন্ত্রী।
একইসঙ্গে সরাসরি বিজেপি শাসিত রাজ্যের হাথরাসের প্রসঙ্গ উত্থাপন না করেই মমতা বলেন, ‘আমি সব মানুষকে মানুষের চোখে দেখি। আজ দলিতদের উপর সবথেকে বেশি অত্যাচার হচ্ছে। আদিবাসী,সাধারণ মানুষের উপরে অত্যাচার হচ্ছে।’’
এছাড়াও তিনি বলেন, ‘‘যখন যা প্রয়োজন পড়বে, আমার কাছে ডিমান্ড করবেন। কিন্তু ভুল বুঝবেন না। যতক্ষণ টাকায় কুলোবে, ততক্ষণ করে দেব, আবার যখন টাকা আসবে তখন করে দেব।’ সেই টাকার অভাবের জন্য নরেন্দ্র মোদী সরকারকেই দুষেছেন মুখ্যমন্ত্রী।
Be the first to comment