খিদের বিরুদ্ধে লড়াই; বিশ্ব খাদ্য প্রকল্প পেল নোবেল শান্তি পুরস্কার

Spread the love

কোটি কোটি মানুষের পেট ভরিয়েছে বিশ্ব খাদ্য প্রকল্প (World Food Programme)। চলতি বছর ওই প্রকল্পকে শান্তি পুরস্কারের জন্য তাই তারই নাম মনোনীত করল নোবেল কমিটি।  

নোবেল কমিটির চেয়ারম্যান এবিষয়ে বলেন,”যুদ্ধ  ও সংঘাতের অস্ত্র হিসেবে খিদেকে ব্যবহার করা হচ্ছে। সে জন্য শান্তি প্রতিষ্ঠায় অন্যতম ভূমিকা নিয়েছে বিশ্ব খাদ্য প্রকল্প।” তিনি বলেন,”খিদের জ্বালায় মরছে কোটি কোটি অভূক্ত মানুষ। সে দিকে যাতে গোটা বিশ্বের দৃষ্টি আকর্ষণের জন্য চলতি বছর বিশ্ব খাদ্য প্রকল্পকে বেছে নিল নরওয়েজিয়ান নোবেল কমিটি।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*