রাজ্যে ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজে তৈরী হল এক ইতিহাস, অসাধ্য সাধন করল ‘উর্বী’

Spread the love

হাওড়া ময়দান থেকে শিয়ালদহ পর্যন্ত একদিকের সুড়ঙ্গ খোঁড়ার কাজ শেষ হল আজ আর তার সাথে সাথেই কলকাতায় ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজে এক নতুন মাইলস্টোন হল আজ।

টানেল খোঁড়ার এই মুহূর্তের এদিনের সাক্ষী হতে এসেছিলেন মেট্রোর আধিকারিকরাও। রাজ্যে ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজে তৈরী হল এক ইতিহাস, অসাধ্য সাধন করল ‘উর্বী’। এই উর্বী আসলে টানেল বোরিং মেশিন বা টিবিএম। এই মেশিন দিয়েই মেট্রোর সুড়ঙ্গ খোঁড়ার কাজ চলে। ২০১৯ সালের মার্চ মাসে ধর্মতলা থেকে শিয়ালদহের দিকে সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুরু হয়। কিন্তু গত বছর আগষ্টের পরেই সেই কাজ বন্ধ হয়ে যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*