হাসপাতালের তরফে জানা গিয়েছে, ভালো আছেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়।মঙ্গলবার করোনায় আক্রান্ত হয়ে মিন্টো পার্কের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। শুক্রবার, সন্ধের পর থেকে তাঁর অবস্থার অবনতি হয়। রক্তচাপ ওঠানামা শুরু হয়, কমে যায় অক্সিজেনের মাত্রা, শ্বাসকষ্ট শুরু হয়। ফলে রাতের দিকে আইটিইউ-তে স্থানান্তরিত করা হয় তাঁকে।
অবশেষে শনিবার সকালে এল স্বস্তির খবর। ভালো আছেন সৌমিত্র। ভক্তদের উৎকণ্ঠা কমিয়ে হাসাপাতালের তরফে জানানো হয়, তাঁর রক্তচাপ এখন স্বাভাবিক আছে। স্বাভাবিক খাওয়া-দাওয়াও করছেন বর্ষীয়ান এই অভিনেতা। জ্বরটাও আর নেই। রক্তে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক রয়েছে। আশার কথা হল, ফুসফুসে সংক্রমণের চিহ্ন পাওয়া যায়নি।
তবে সুস্থ থাকলেও তাঁকে আপাতত রাখা হবে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট-এই। কারণ ব্লাড প্রেসার, সুগার, সিওপিডি-র মতো গুচ্ছ রোগ রয়েছে সৌমিত্রর। সঙ্গে বয়সটাও এখন ৮৫-র কোঠায় । তাই কোনও ঝুঁকি নিতে রাজি নন ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ অরিন্দম করের নেতৃত্বাধীন তিন সদস্যের মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা।
Be the first to comment