শুক্রবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সৌমিত্র চট্টোপাধ্যায়কে ITU (ইনটেনসিভ থেরাপি ইউনিট)-তে স্থানান্তর করা হয়েছিল । ভেন্টিলেশনে ছিলেন তিনি । গতকাল থেকে চিকিৎসায় সাড়া দিচ্ছেন । আজ তাঁর শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে ।
রবিবার সকালে হাসপাতালের CEO প্রদীপ ট্যান্ডন বলেন, “আগের থেকে অনেক ভালো আছেন সৌমিত্রবাবু। ছটফটানি কমেছে। এখন অক্সিজেন সাপোর্টের প্রয়োজন হচ্ছে না। গতকাল তাঁর প্লাজ়মা থেরাপি হয়েছিল। প্রয়োজন হলে তাঁকে ফের প্লাজ়মা দেওয়া হবে।
ভারতলক্ষ্মী স্টুডিয়োতে সব নিয়ম মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে নিজের উপর তৈরি তথ্যচিত্রের শুটিং করছিলেন সৌমিত্রবাবু। ১ অক্টোবর শুটিং শেষ হয়। তারপর ২ অক্টোবর থেকেই অসুস্থবোধ করছিলেন তিনি। এরপর বাবার শরীরের কথা চিন্তা করে পরবর্তী শুটিংয়ের তারিখ বাতিল করে দেন মেয়ে পৌলমী। এদিকে কোরোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ৫ অক্টোবর সোয়াবের নমুনা পরীক্ষা করান সৌমিত্রবাবু। ৬ অক্টোবর তাঁর রিপোর্ট পজ়িটিভ আসে। তড়িঘড়ি তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এখনও সেখানেই চিকিৎসাধীন তিনি।
Be the first to comment