(প্রতীকী ছবি)
বিজেপির নবান্ন অভিযানের দিন থেকেই একটি ঘটনা নিয়ে তরজা রাজ্য রাজনীতিতে। আজ বাইরে থেকে প্রতিনিধিদল এসে দেখা করলেন রাজ্যপালের সঙ্গে। তাঁদের বক্তব্য বাংলায় শিখরা শান্তিতে নেই। কিন্তু আবার ঠিক উল্টো সুরেই আর এক বিবৃতি দিলেন অন্য এক শিখ সংগঠন। আজ এই শিখ সংগঠন একটি চিঠিও দেন সীরসাকে। তাঁরা সেখানে জানান বাংলায় সুখে শান্তিতে আছে শিখরা,বরং কোনো এক রাজনৈতিক দল সাম্প্রতিক ঘটনাটিকে রাজনৈতিক রঙ দেবার চেষ্টা চালাচ্ছে।
এই চিঠিতে বলা হয়, পশ্চিমবঙ্গে শান্তি এবং সম্প্রীতিতে বাস করে শিখরা। সাম্প্রতিক এক ঘটনায় একজন ব্যক্তির থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ যেটা রাখার অনুমতি ছিলনা। বিষয়টি স্বাভাবিক কিন্তু তাকে নিয়ে রাজনৈতিক রঙ দিতে চাইছে একটি কট্টরবাদী রাজনৈতিক দল।
কি আছে চিঠিতে?
দেখুন!
Be the first to comment