সোমবার, ১২ অক্টোবর নবান্নে সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। এদিনের সাংবাদিক সম্মেলনের বিষয়বস্তু ছিল পুজো এবং কোভিড। মন্ত্রীসভার বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান।
যেমন-
পুজোর সময় জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত সর্বস্তরে এবং কোভিড পরিষেবার সঙ্গে যুক্ত অফিসার ও কর্মীদের ছুটি বাতিল করা হচ্ছে। পরবর্তীতে তাঁরা compensatory Leave পাবেন।
সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ঘোষণা এই সাংবাদিক সম্মেলনে করা হয় তা হলো কোভিড পরিস্থিতিতে বেসরকারি টেস্টের মূল্য এতদিন ছিল ২২৫০ টাকা। এখন তা হবে ১৫০০ টাকা।
অ্যাম্বুলেন্সের ভাড়াও সহনশীল স্তরে নামিয়ে আনতে হবে।
পুজো মরশুমে কোভিড রোগীদের জন্য শয্যা সংখ্যা বাড়ছে প্রায় ৬০০। উল্লেখযোগ্য বিষয় হলো রাজ্য সরকার বিভিন্ন কোভিড হাসপাতালে ২৪৭৫ নার্স নিয়োগ করবে।
পুজোর সময় ২৪X৭ ভিত্তিতে নবান্নে কন্ট্রোল রুম খোলা থাকবে। ১০৭০ এবং ২২১৪৩৫২৬ এই দুটি ফোন নম্বরে ৮ টি লাইন খোলা থাকবে।
কোভিডের সঙ্গে যুক্ত বিষয় জানতে বা সাহায্য পেতে ব্যবহার করতে হবে স্বাস্থ্য ভবনের ২৪X৭ হেল্পলাইন নম্বর ১৮০০৩১৩৪৪৪২২২।
ঘোষণা সম্পর্কে নীচে বিশদে বলা হলো!
Be the first to comment