বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বললেন পুজোয় প্রধানমন্ত্রী মানুষের সঙ্গে যুক্ত হবেন। কিন্তু কীভাবে এই কোভিড পরিস্থিতিতে? প্রশ্ন করার আগেই কৈলাস বিজয়বর্গীয় বলেন, প্রধানমন্ত্রী ভার্চুয়াল মাধ্যমে পুজো উদ্বোধন করবেন। ২২ অক্টোবর ষষ্ঠীর দিন কলকাতা তথা বাংলার বিভিন্ন মণ্ডপে অনলাইনে পুজো উদ্বোধন করতে দেখা যাবে প্রধানমন্ত্রীকে। বলা বাহুল্য, মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগের জন্য বিশেষত বাংলা ও বাঙালি জীবনচর্যায় স্থায়ী জায়গা করে নিতে পশ্চিমবঙ্গবাসীর প্রাণের পুজোয় অংশগ্রহণ করছেন প্রধানমন্ত্রী।
অমিত শাহ কবে আসছেন এবিষয়ে কৈলাস বিজয়বর্গীয়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, পুজোর আগে আসার সম্ভাবনা আছে। উত্তরবঙ্গ সফরে যাবেন তিনি।
বলবিন্দরের পাগড়ি বিতর্কে কৈলাসের স্পষ্ট জবাব, দুর্ভাগ্যজনক ঘটনা। রাজ্য সরকারের ক্ষমা চাওয়া উচিত।
Be the first to comment