বাইপ্যাপ ভেন্টিলেশনে তাঁর শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে। এখনই ইনভেসিভ ভেন্টিলেশনে দেওয়া হচ্ছে না তাঁকে। হাসপাতালের তরফে জানা গিয়েছে, এখনও তাঁর অবস্থা সঙ্কটজনক, তবে স্থিতিশীল।
জানা গিয়েছে, তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন বাইপ্যাপ ভেন্টিলেশনে রয়েছেন বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। কলকাতার মিন্টো পার্কের একটি বেসরকারি হাসপাতালে গত কয়েকদিন ধরেই চিকিৎসাধীন তিনি।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তার মস্তিষ্কের এমআরআই করা গিয়েছে। আজও ইসিজি সহ আরো কিছু পরীক্ষা করা হবে তাঁর। কাল আবার করা হবে করোনা পরীক্ষা। ১৬ জন চিকিৎসকের তত্ত্বাবধানে চলছে তাঁর চিকিৎসা। তাঁর কো-মর্বিডিটির অন্যান্য সমস্যাগুলি এবং দেহে সোডিয়াম-পটাশিয়ামের মাত্রাই বেশি ভাবাচ্ছে চিকিৎসকদের। ইতিমধ্যেই তাঁর দুই দফায় প্লাজমা থেরাপিও করা হয়েছে।
জানা গিয়েছে, গত রাতে ভালো ঘুম হয়েছে তাঁর। তবে তন্দ্রাচ্ছন্ন ভাব রয়েছে তাঁর।
Be the first to comment