চন্দ্রাবলী ব্যানার্জীঃ
অবসন্ন বেলার ধীর পদযাত্রা,
তারি অগোচরে ভিরু সন্ধ্যার মন্থর আত্মসমর্পণ ।
দিন রাতের হিসাব আর রাখিনা,
আগে ছিল ব্যস্ততা —-
আবার কবে দেখা পাবগো তোমার ?
এখন বুঝি এ প্রশ্নটা আর তাড়া করেনা আমাকে,
এটা নিছকই প্রশ্ন হয়ে গেছে আজ ।
সেই প্রতিশ্রুতির উত্তাপটুকু আর পাইনা,
সেই নিবিড় “চাওয়া -পাওয়ার” —
‘চাওয়াটা’ আগের মতোই দৃঢ়,
শুধু ‘পাওয়ার’ অঙ্কটা আজ বড় ফিকে লাগে ।
আর তোমার কাছে হয়তো এর কোনোটার ই অস্তিত্ব নেই।।
কথা দিয়েছিলে সেদিন নীল সন্ধ্যায়,
হাতে হাত রেখে অনেক কথাই বলেছিলে আমায়,
আমি স্থির অবিচল ভাবে চেয়ে ছিলাম
তোমার অবনত মুখের দিকে ।
তুমি গভীর ভাবে একে দিয়েছিলে শেষ স্মৃতির গরম উত্তাপটুকু,,
পরিপূর্ণ করে পেয়েছিলাম তোমায় ।
বলেছিলে ফিরে আসব আমি,
“তোমায় ছেড়ে কি দূরে থাকতে পারি ” ??
না,, সত্যিই তুমি আমাকে ছেড়ে যেতে পারোনি আজ ও।।
তোমার দেওয়া “গীতবিতান” খানি আজও আমায় দেখে,
তোমার প্রতিস্রুতি মাখা সন্ধ্যাতারা গুলো ,
আমার ডায়েরির ভাজে রাখা শুকনো ঝাউপাতা,
তোমার অস্তিত্বের নিবিড় উত্তাপ
Be the first to comment