বলবিন্দর সিংয়ের স্ত্রীকে উপহার পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলবিন্দরের স্ত্রীর জন্য পাঠিয়ে ছিলেন সালোয়ার স্যুট, ছেলের জন্য কুর্তা পাজামা এবং পরিবারের জন্য শাল। এবার বলবিন্দের স্ত্রী চাইছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে। উপহার দিতে । উপহার হিসেবে মুখ্যমন্ত্রীকে পাগড়ি দেওয়ার কথাও ভাবছেন বলবিন্দরের স্ত্রী করমজিত৷
গতকাল করমজিত জানিয়েছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে কথা বলতে চান। বলেছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার অনুমতি না পেলে নবান্নের সামনে ভুখা হরতালে বসবেন। কিন্তু রাজ্য সরকারের তরফে তারপরেই মেলে আশ্বাস। গতকাল শিখ সম্প্রদায়ের সঙ্গে রাজ্য পুলিশের DG সহ উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের একটি বৈঠক হয়। বৈঠকে বলবিন্দর ইশু খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় প্রশাসন। তাতে বরফ গলেছে । শিখ গুরদ্বার প্রবন্ধ কমিটির সভাপতি মনজিন্দর সিং সিরসা, জানিয়ে দেন অনশন কর্মসূচি আপাতত স্থগিত রাখা হচ্ছে। তিনি বলেন, বলবিন্দরের স্ত্রী করমজিত প্রশাসনের আশ্বাসে খুশি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্প্রতি বলবিন্দরের স্ত্রীকে উপহার হিসেবে শাল ও স্যুট পাঠিয়েছেন । মুখ্যমন্ত্রীর এই সৌজন্য আমরা খুশি।
এরপরেও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান করমজিত৷ তিনি মুখ্যমন্ত্রীকে পালটা উপহার দিতে চান। এ প্রসঙ্গে করমজিত বলেন, উনি আমাকে উপহার দিয়েছেন। আমি খুশি। আমিও মুখ্যমন্ত্রীকে পালটা উপহার দেওয়ার কথা ভাবছি। ওনার সঙ্গে দেখা করতে চাই।
Be the first to comment