কলকাতা পুলিশ হারাল আরও এক কোরোনা যোদ্ধাকে । যিনি সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই চালাচ্ছিলেন কোরোনার বিরুদ্ধে। সেই সূত্রেই তাঁর শরীরে বাসা বাঁধে ভাইরাস। তবে, সেই লড়াইটা করতে পারলেন না সাব ইন্সপেক্টর পদের ওই অফিসার। আজ সকালে একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
কলকাতা আর্মড পুলিশের পঞ্চম ব্যাটেলিয়নে কর্মরত ছিলেন সাব ইন্সপেক্টর শেখর দে। কোরোনার এই পরিস্থিতিতে লড়াই চালাচ্ছিলেন একেবারে সামনের সারিতে দাঁড়িয়ে। সম্প্রতি তিনি অসুস্থ বোধ করেন। তারপরেই ওই সাব ইন্সপেক্টরের কোরোনা পরীক্ষা করানো হয় ৷ সেই রিপোর্ট পজ়িটিভ আসে। শরীরে জ্বর, শ্বাসকষ্ট সহ সব উপসর্গ দেখা যায়। তখনই তাঁকে ভরতি করা হয় শহরের এক বেসরকারি হাসপাতালে। কিন্তু ক্রমশ তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তাঁকে ইনটেনসিভ কেয়ার ইউনিটের সাপোর্ট দেওয়া হয়। কিন্তু তাঁর রক্তচাপ দ্রুত ওঠানামা করতে শুরু করে। আজ সকালে মৃত্যু হয় শেখরবাবুর। এই কোরোনা যোদ্ধার মৃত্যুতে শোকস্তব্ধ লালবাজার। শোকপ্রকাশ করেছেন নগরপাল অনুজ শর্মা।
কোরোনা মোকাবিলায় প্রথম সারিতে দাঁড়িয়ে লড়াই চালানো যোদ্ধাদের মৃত্য়ুর তালিকাটা ক্রমশ বড় হচ্ছে। শুধুমাত্র কলকাতা পুলিশেই এখনও পর্যন্ত মৃত্যু হল প্রায় ১৫ জনের। মৃত্য়ুর তালিকায় রয়েছেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার, রয়েছেন ইন্সপেক্টর, সাব-ইন্সপেক্টর, কনস্টেবল এবং সিভিক ভলান্টিয়ার।
Be the first to comment