দিল্লিতে হচ্ছে সর্বজনীন দুর্গাপুজো, মানতে হবে একাধিক বিধিনিষেধ

Spread the love

অবশেষে দিল্লিতে দুর্গাপুজোর অনুমতি মিলল । যোগী আদিত্যনাথের পর এবার দুর্গাপুজো করতে অনুমতি দিলেন অরবিন্দ কেজরিওয়ালও । তবে একাধিক বিধিনিষেধ মেনে পুজো করতে হবে ।

পুজো হবে কি হবে না, তা নিয়ে শুরু থেকেই অনিশ্চয়তার মধ্যে ছিল কারোলবাগ পুজো সমিতি থেকে শুরু করে সি আর পার্কের কালীবাড়ি । তবে শেষ মুহূর্তে অনুমতি মিললেও এত কম সময়ে কীভাবে পুজোর আয়োজন করবেন তা নিয়ে চিন্তায় রয়েছেন তাঁরা ।

কারোলবাগ পুজো সমিতির তরফে অবশ্য সংবাদমাধ্যমের একাংশকে জানানো হয়েছে, মূর্তি বসিয়ে পুজো করা এবার সম্ভব হবে না বলেই ধরে নেওয়া হয়েছিল । সাত দশকেরও বেশি পুরোনো এই পুজো । পুজো যাতে বন্ধ না থাকে সেজন্য এবার ঘট পুজো করার পরিকল্পনা করা হয়েছে । কালীবাড়িতে অনলাইনে অঞ্জলি দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে ।

তবে এবার পুজো কমিটিগুলোকে একাধিক বিধিনিষেধ মানতে হবে । দিল্লি সরকারের তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছে তাতে বলা হয়েছে, প্যান্ডেল চত্বরে (ভিতরে বা বাইরে) কোনও খাবারের স্টল বা মেলা বসানো যাবে না । দর্শনার্থীদের বাধ্যতামূলকভাবে মাস্ক বা ফেস কভার ব্যবহার করতে হবে । ভিড় নিয়ন্ত্রণের ক্ষেত্রে বাড়তি নজর দেওয়া হচ্ছে । বদ্ধ জায়গায় অনুষ্ঠানের আয়োজন করতে হবে ৫০ শতাংশ মানুষকে নিয়ে । এক্ষেত্রে সর্বোচ্চ ২০০ জন অনু্ষ্ঠানে যোগ দিতে পারবে। প্রতিদিনের অনুষ্ঠান ভিডিয়ো রেকর্ড করতে হবে এবং তা জমা দিতে হবে প্রশাসনের কাছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*