উত্তরবঙ্গ সফরে রাজ্য সরকারের বিরুদ্ধে কি বললেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ

Spread the love

আজ উত্তরবঙ্গ সফর শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপি নেত্রী ভারতী ঘোষ। সেখানে তিনি বলেন, “সাধারণ মানুষ হিসাবে সরকারের কাছ থেকে যেগুলো আশা করতে পারে। যেমন খাদ্য প্রকল্পের টাকা, স্বচ্ছ জলের ব্যবস্থা, ভালো রাস্তা ভালো স্কুল এবং নারীদের সুরক্ষা এই ছোট ছোট জিনিস যেগুলো সরকারের প্রত্যেকদিনের কাজের অঙ্গ, এইগুলো সাধারণ মানুষ কে দেওয়া তাদের কর্তব্য। এখানের উওরবঙ্গের মানুষ সমস্ত দিক থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত। এমন একটা মানুষ খুঁজে পেলাম না যে বলবে আমি খুশি, আমি সব কিছু পেয়েছি আমার যে অধিকার গুলো ছিল। “

তিনি বলেন, “এখানে ঘরে ঘরে শিক্ষিত বেকার যুবকরা বসে রয়েছে চাকরি পাচ্ছে না। এমনকি কোন কৃষক ও এক টাকাও পাননি। তার ওপর তাদের কৃষিপণ্য আইন নিয়ে ভুল বোঝানো হচ্ছে, অপপ্রচার হচ্ছে। এখানে শিক্ষক শ্রেণী প্রচন্ডভাবে অপমানিত ও লাঞ্ছিত। নারীদের এখানে কোন সুরক্ষা নেই কয়েকটি জায়গায় গণধর্ষণ হয়েছে সাংঘাতিক অবস্থা কিন্তু পুলিশ কোন অ্যাকশন নেয়নি। একটা বড় জিনিস লক্ষ্য করলাম কিছু কিছু থানার কিছু বড় অফিসার ইনচার্জ তারা শাসকদলের হয়ে দালালী করছে।কোন মিটিং-মিছিল করতে দিচ্ছেন না, এমনকি পার্সোনাল ভাবে চার পাঁচজন মানুষ বসে কথা বলবে সেই পারমিশন ও দিচ্ছে না। উত্তরবঙ্গে এমার্জেন্সি দেখা দিয়েছে এবং সব জায়গায় ১৪৬ ধারা জারি রয়েছে, কিন্তু তাতো হতে পারে না। “

তিনি আজ বলেন, “আমাদের গণতন্ত্রের মধ্যে তো বাকস্বাধীনতা থাকা উচিত। ভারতীয় জনতা পার্টি একটা ন্যাশনাল পার্টি। তার কার্যকর্তারা কোথাও বসতে পারবে না, তাদেরকে চমকানি ধমকানি দেওয়া হবে। আমি থানার ওসিকে বলব, আমি বার্তা দিয়ে যাচ্ছি যে আইন মেনে কাজ করুন। তা না হলে এমন দিন আসবে যারা আজ আপনাকে এই অকাজের জন্য উৎসাহিত করছে তাদের কে পাসে পাবেন না। যখন আমরা আপনাদের বিরুদ্ধে কেস ওপেন করব।”

এছাড়াও গরু পাচার নিয়ে ভারতী ঘোষ বলেন, পুলিশের মদতেই গরু পাচার করা হচ্ছে। পুলিশকে রীতিমতো টাকা দিয়ে তাদের সামনে দিয়েই গরু পাচার চলছে। তবে এই নিয়েও মামলা হবে।

আরোও কি বললেন তিনি দেখে নিন ভিডিও…

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*