কোরোনা আবহে দ্বিতীয়া থেকেই মণ্ডপে মণ্ডপে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা৷ এতেই বাড়ছে সংক্রমণের আশঙ্কা৷ রাজ্যে কোরোনা সংক্রমণের গ্রাফও ঊর্ধ্বমুখী৷ এরই মধ্যে পুজোর চার দিন বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর৷
আগামী 24 ঘণ্টায় বঙ্গোপসাগরের মধ্যভাগের উপর তৈরি হতে চলেছে নিম্নচাপ। এর প্রভাবে পুজোর চার দিন প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যজুড়ে। নিম্নচাপটি বঙ্গোপসাগরের উপর তৈরি হলেও এর অভিমুখ রয়েছে অন্ধ্রপ্রদেশ ও উপকূলের দিকে। নিম্নচাপটির শক্তি সঞ্চয় করে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের মধ্যভাগ দিয়ে স্থলভাগে প্রবেশের সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে আজ ও আগামীকাল হায়দরাবাদ-সহ তেলাঙ্গানায় ভারী বৃষ্টির সর্তকতা জারি করেছে মৌসম ভবন। অন্ধ্রপ্রদেশ ও কর্নাটকেও আগামী দু-তিনদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে, আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 48 ঘণ্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ থেকেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়ে যাবে। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বুধ, বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। কলকাতার আকাশ এদিন আংশিক মেঘলা রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার আর্দ্রতার জন্য অস্বস্তিকর গরম অনুভূত হচ্ছে। বিকেলে দু-এক পশলা হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ।
গত ২৪ ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে বেশি। আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 98 শতাংশ ও সর্বনিম্ন ৭০ শতাংশ।
মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের পাশাপাশি একটি অক্ষরেখা তৈরি হয়েছে পূর্ব-পশ্চিম বঙ্গোপসাগরে। পূর্ব-মধ্য বঙ্গোপসাগর থেকে এই নিম্নচাপ অক্ষরেখা কর্নাটকের উপকূল পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে কেরালা বাদ দিয়ে সমগ্র দক্ষিণ ভারতজুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েক দিন।
Be the first to comment