“প্রতিটি পুজামণ্ডপ হোক কনটেনমেন্ট জ়োন ৷ প্যান্ডেলে ঢুকতে পারবেন শুধু এলাকারই কিছু লোকজন।” পুজামণ্ডপে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ সংক্রান্ত মামলায় এমনই পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। ইতিমধ্যে বিভিন্ন পুজামণ্ডপে ভিড়ের ছবি সামনে এসেছে।
সেই ব্যাপারে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, “এই ছবি অত্যন্ত ভয় জাগানো।” রাজ্যের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত পুজায় ভিড় সামলাতে ৩০ হাজার পুলিশের ব্যবস্থা করা হয়েছে। এই সংখ্যা আরও বাড়ানো হবে। এরপর আদালতের মন্তব্য, “লাখ লাখ মানুষকে সামলাতে মাত্র ৩০ হাজার পুলিশ!”
ভিড় সামলাতে রাজ্যের স্বরাষ্ট্র সচিব, মুখ্যসচিবের কী পরিকল্পনা তার ব্লু প্রিন্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলেও রাজ্যের তরফে তা আদালতকে আজ জানানো হয়নি ৷ এখনও মামলার শুনানি চলছে ৷
Be the first to comment