উৎসবের মধ্যেই সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে বার্তা প্রধানমন্ত্রীর

Spread the love

আজ সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদী টুইট করে এই ঘোষণা করেন । লকডাউন জারির পর থেকে এই নিয়ে সপ্তমবার জাতির উদ্দেশে বার্তা দিয়েছেন । উৎসবের মশরুমে কোনও বিধি-নিষেধ সম্পর্কিত বার্তা দিতে পারেন তিনি।

নরেন্দ্র মোদী টুইটে লেখেন, “আজ সন্ধ্যা ৬টায় আমার দেশবাসীর জন্য বার্তা দেব। যদিও টুইটে তিনি স্পষ্ট করেননি, কী বিষয়ে আজ কথা বলবেন। তবে এই মুহূর্তে দেশে কোরোনা সংক্রমণ কমেছে। উৎসবের মশরুম। কোনওভাবে সংক্রমণ এই উৎসবে আবার ছড়িয়ে না পড়ে, সেই নিয়ে সতর্ক বার্তা দিতে পারেন তিনি।

কোরোনা সংক্রমণ প্রতিরোধের জন্য মার্চ মাসে লকডাউন জারি করা হয়। সেই থেকে এই নিয়ে সাতবার দেশের উদ্দেশে বার্তা দেবেন তিনি । তবে অর্থনীতি পুনরায় চাঙ্গা করার জন্য জুন থেকে আনলক পর্ব শুরু হয় । এখন উৎসবের সময় বিধি-নিষেধ না মানলে সংক্রমণ আরও ছড়িয়ে পড়তে পারে বলে চিন্তা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা ।

ভারতে কোরোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৭৬ লাখ । তবে সম্প্রতি সংক্রমণের হার কমেছে । আজ ৫০ হাজারেরও কম দৈনিক সংক্রমণ । তিনমাসে এই প্রথম । শেষবার ২৩ জুলাই ৫০ হাজারেরও কম দৈনিক সংক্রমণ ছিল ।

সম্প্রতি কেন্দ্রের তরফেও জানানো হয়, দেশে কোরোনা মুক্তের সংখ্যা অনেক বেশি । বিশ্বের অন্যান্য দেশের প্রেক্ষিতে সর্বাধিক । কারণ, সময়মতো লকডাউন জারি হয়েছিল । এমনকী, দেশ সর্বোচ্চ সংক্রমণের শিখর পেরিয়ে এসেছে । আগামী বছর ফেব্রুয়ারিতে সংক্রমণ থাকবে না বলেও আশ্বাস দেওয়া হয় ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*