দুর্গাপুজোয় বাংলায় এবার চমক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ষষ্ঠীর দিন দুপুর ১২টায় বঙ্গবাসীর উদ্দেশে বিশেষ বার্তা দেবেন মোদী। পঞ্চমীর রাতে বাংলায় টুইট করে নমোর আর্জি ‘‘সঙ্গে থাকবেন’’। ‘‘শারদীয়ার শুভেচ্ছা জানাবো ও পুজোর আনন্দ একসাথে ভাগ করে নেব’’-র কথা বললেও দুর্গাপুজো থেকেই বাংলায় বিধানসভা ভোটের কার্যত দামামা বাজাতে চলেছেন মোদী, এমনটাই মনে করছেন রাজনীতির কারবারীদের একাংশ।
মোদীর টুইট, ‘‘দুর্গাপূজা, অশুভের পরাজয় ও শুভে’র বিজয়ের এক পবিত্র উৎসব। মা দুর্গার কাছে শক্তি, আনন্দ ও সুস্বাস্থ্যের আশীর্বাদ প্রার্থনা করি। আগামী কাল বাঙালির প্রিয় দুর্গোৎসবের মহাষষ্ঠী। এই বিশেষ দিনটিতে, আগামী কাল দুপুর ১২টায়, পশ্চিমবঙ্গে আমার সমস্ত ভাই-বোনেদের শারদীয়ার শুভেচ্ছা জানাবো ও পুজোর আনন্দ একসাথে ভাগ করে নেব | সঙ্গে থাকবেন’’।
Be the first to comment