আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস মতো আজ মহাষষ্ঠীর সকাল থেকে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি শুরু হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সকাল থেকেই আকাশ মেঘলা। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে দুর্গাপুজোর চারদিন বৃষ্টি চলবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। তবে আগামীকাল সপ্তমীতে ঝোড়ো হাওয়ার সঙ্গে অতি ভারীর বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জলমগ্ন হয়ে পড়তে পারে শহরের একাধিক এলাকা।
বঙ্গোপসাগরে তৈরি হওয়ায় নিম্নচাপের অভিমুখ ছিল অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের দিকে। স্থলভাগে প্রবেশ না করে নিম্নচাপ তার অভিমুখ পরিবর্তন করেছে। এই নিম্নচাপটি আরও শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপে পরিণত হয়ে ক্রমশ বাংলাদেশের দিকে অগ্রসর হবে। পশ্চিমবঙ্গের উপকূলের কাছাকাছি এসে এটি গভীর নিম্নচাপে পরিণত হবে। ফলে, সমুদ্র উত্তাল হবে । সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট বাড়বে । আজ থেকেই দক্ষিণ ২৪ পরগনা , উত্তর ২৪ পরগনায় প্রায় ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে । কলকাতা , হাওড়া , হুগলিতে আগামী শুক্র ও শনিবার ঝোড়ো হাওয়ার দাপট বৃদ্ধি পাবে । সর্বোচ্চ ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে । আলিপুর আবহাওয়া অফিসের তরফে আগামী শনিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে । দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে ।
আগামীকাল শুক্রবার মহা সপ্তমীর দিন বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস । পূর্ব মেদিনীপুর , উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস । অন্যদিকে, কলকাতা, হাওড়া , হুগলি ও নদিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে । আগামীকাল থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে । ২৪ অক্টোবর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে । ২৩ ও ২৪ তারিখ অর্থাৎ শুক্র ও শনিবার সুন্দরবনের ফেরি সার্ভিস বন্ধ রাখার নির্দেশ দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । দিঘা , মন্দারমণি , সাগরদ্বীপ , বকখালি সমুদ্রতটে পর্যটকদের যেতে নিষেধ করা হয়েছে।
Be the first to comment