বাংলায় অ্যাক্টিভ আক্রান্ত ৩৬ হাজার ছাড়ালো, একদিনে মৃত ৬৪

Spread the love

পয়লা অগস্ট রাজ্যে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা ২০ হাজারের একটু বেশি ছিল৷ দেড় মাসে সেই সংখ্যাটা ৩৬ হাজার পেরিয়ে গেল৷ পাশাপাশি গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৬৪ জনের৷ ফের কমল দৈনিক সুস্থতার হার ৷ বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য ভবন বুলেটিনের তথ্য অনুযায়ী, রাজ্যে একদিনে সর্বোচ্চ আক্রান্ত ৪,১৫৭ জন৷ বুধবার ছিল ৪,০৬৯ জন৷ সব মিলিয়ে মোট আক্রান্ত ৩ লক্ষ ৩৭ হাজার ২৮৩ জন ৷

গত ২৪ ঘন্টায় ৬৪ জনের মৃত্যু হয়েছে৷ বুধবারও সংখ্যাটা একই ছিল৷ এই নিয়ে চার বার দৈনিক মৃতের সংখ্যা ৬৪ তে পৌঁছল ৷ ফলে এই পর্যন্ত রাজ্যে মোট মৃতের সংখ্যাটা বেড়ে ৬,৩০৮ জন ৷

অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা বাড়তে বাড়তে ৩৬ হাজার ছাড়াল ৷ এদিনের পরিসংখ্যান অনুযায়ী,৩৬ হাজার ৬৪ জন৷ বুধবার ছিল ৩৫ হাজার ৫৭৯ জন ৷ তুলনামূলক ৪৮৫ জন বেশি৷ পয়লা অগস্ট অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা ২০ হাজারের একটু বেশি ছিল ৷ তারপর প্রতিদিলই বাড়ছে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৷

এদিনও নতুন আক্রান্তের তুলনায় সুস্থ হয়ে উঠার সংখ্যাটা কম ৷ একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩,৬০৮ জন ৷ বুধবার ছিল ৩,৫৯৬ জন৷ এই পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ৯৪ হাজার ৯১১ জন৷ ফের কমল সুস্থতার হার ৷ ৮৭.৪৪ শতাংশ ৷ বুধবার ছিল ৮৭.৪৫ শতাংশ ৷

একদিনে যে ৬৪ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে কলকাতার ১৬ জন ৷ উত্তর ২৪ পরগনার ১৮ জন ৷ দক্ষিণ ২৪ পরগনার ৫ জন ৷ হাওড়ার ৬ জন৷ হুগলি ২ জন৷ পশ্চিম বর্ধমান ১ জন৷ পূর্ব বর্ধমান ১ জন৷ পূর্ব মেদিনীপুর ৩ জন৷ পশ্চিম মেদিনীপুর ২ জন৷ বাঁকুড়া ১ জন৷ পুরুলিয়া ১ জন৷ বীরভূম ১ জন৷ নদিয়া ২ জন৷ মুর্শিদাবাদ ২ জন ৷ উত্তর দিনাজপুর ১ জন ৷ জলপাইগুড়ি ১ জন ৷ কোচবিহার ১ জন ৷

যদিও বাংলায় একদিনে ৪৪ হাজার ২৫২ টি নমুনা টেস্ট হয়েছে৷ বুধবার ছিল ৪৩ হাজার ৫৯২ টি৷ এই মূহুর্তে মোট টেস্টের সংখ্যা ৪১ লক্ষ ৬৬ হাজার ৪৯৫ টি ৷ প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় টেস্টের সংখ্যা বেড়ে হল ৪৬,২৯৪ জন ৷

এই মুহূর্তে সরকারি এবং বেসরকারি মিলিয়ে রাজ্যে ৯২ টি ল্যাবরেটরিতে করোনা টেস্ট হচ্ছে৷ আরও ১ টি ল্যাবরেটরি অপেক্ষায় রয়েছে৷ আশা করা যায় ওই ল্যাবরেটরিতে শীঘ্রই টেস্ট শুরু হবে৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*