বুদ্ধদেব ভট্টাচার্য্য লিভিং স্টেটসম্যান; বললেন রাজ্যপাল

Spread the love

মহাঅষ্টমীর শুভ সন্ধ্যায় রাজ্যপাল জগদীপ ধনকড় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে যান। দক্ষিণ কলকাতার পাম অ্যাভিনিউয়ের বাড়িতে তাকে অভ্যর্থনা জানান প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী মীরা ভট্টাচার্য। বেরিয়ে এসে তাদের দুজনের মধ্যে কী আলোচনা হয়েছে তা নিয়ে মুখ না খুললেও তার স্বাস্থ্য সম্পর্কে জানান রাজ্যপাল। বলেন তিনি ভাল আছেন তাঁর অক্সিজেন সাপোর্ট লাগছে। চোখে কিছু সমস্যা আছে কিন্তু তিনি ভালো আছেন।

রাজ্যের আইন শৃঙ্খলা ও সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কিছু আলোচনা হয়েছে কিনা তার উওরে তিনি বলেন হ্যাঁ, কিন্তু তা কি তা আমি বলব না। এত বড় নেতা সঙ্গে কথা বললে অনেক বিষয়ে আলোচনা হয় সব আলোচনার বিষয়বস্তু বাইরে প্রকাশ করার জন্য নয়। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে লিভিং স্টেটসম্যান (জীবন্ত রাষ্ট্রনায়ক) বলেন। তাঁর কাছ থেকে তিনি উৎসাহ পান এবং অনুপ্রাণিত হন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*