বিজয়ার সকালে অস্ত্র পূজা করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেই ছবির ভিডিও প্রকাশ করে দিলীপ ঘোষ লিখেছেন, অধর্মের উপর ধর্মের বিজয়, অন্যায়ের ওপর ন্যায়ের বিজয়, এটাই বিজয়াদশমীর আহ্বান। শস্ত্র হচ্ছে শক্তির প্রতীক, দেশ ধর্ম সমাজ রক্ষার জন্য শস্ত্রের প্রয়োজন, শস্ত্রই আমাদের রক্ষা করে। বিজেপির রাজ্য সভাপতির এই অস্ত্র পূজা নিয়ে শুরু হয়েছে নানান মহলে নানান আলোচনা।
এর আগে বিজয়ার শুভেচ্ছা জানিয়ে দলীয় নেতাকর্মীদের কাছে নিজের হোয়াটসঅ্যাপ বার্তা দেন বিজেপি রাজ্য সভাপতি। সেখানে অশুভ শক্তির বিরুদ্ধে লড়াইয়ের পক্ষে সওয়াল করেন তিনি। এর সঙ্গে তিনি দলের রাজ্য সভাপতি হওয়ার পর, কিভাবে এ রাজ্যে বিজেপি দ্রুত বিস্তার লাভ করছে, সে অংক তুলে ধরেন তিনি।
Be the first to comment