বিজয় দশমীতে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বাড়িতে গিয়ে বিজয়ার নমস্কার করে এলেন দলের যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ। ওইদিন দিলীপ ঘোষের বাড়িতে যান বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায় ও দলের রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু।
সপ্তমীর দিন দলের শীর্ষ নেতৃত্ব বৈঠক করে বিজেপির যুব মোর্চার সব জেলার সংগঠন ভেঙ্গে দেওয়ার নির্দেশ দেন দিলীপ ঘোষ। যার জেরে পরেরদিনই দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে নিজেকে সরিয়ে নেন যুব সভাপতি সৌমিত্র খাঁ। পুজোর পরে সভাপতি পদ ছাড়ার কথা জানিয়ে দেন তিনি। যেভাবে দিলীপ ঘোষ তার সাজানো যুব সংগঠন ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তার প্রতিবাদে এই সিদ্ধান্ত বলে জানিয়েছিলেন সৌমিত্র খাঁ।
যদিও এর কয়েক ঘন্টার মধ্যেই বদলে যায় ছবি। ফের সংগঠনের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে সৌমিত্র খাঁ জানিয়ে দেন, তিনি সভাপতির পদ ছাড়ছেন না। এমনকি তৃণমূলকে হটাতে তিনি লড়াই চালিয়ে যাবেন বলেও জানিয়ে দিয়েছিলেন। আর বিজয়ার দিন দিলীপ ঘোষের বাড়িতে গিয়ে সব জটিলতার অবসান হলো।
Be the first to comment