নির্বাচনের আগে ভোটারদের কাছে নতুন বিহার গড়ার আবেদন জানালেন সোনিয়া গান্ধী। আজ একটি ভিডিয়ো বার্তায় ভোটারদের কাছে পরিবর্তনের আবেদন জানান তিনি। বলেন, JDU-বিজেপি সরকার তাদের পথ থেকে বিচ্যুত হয়েছে। ক্ষমতা ও অহংকারই তাদের শেষ করে দিয়েছে।
চার-পাঁচ মিনিটের একটি ভিডিয়ো বার্তা দেন সোনিয়া গান্ধী। সেখানে বিহারের বর্তমান সরকারকে আক্রমণ করে বলেন, এই সরকার ভালো কথা বলছে না। ভালো কাজ করছে না । শ্রমিকরা অসহায় । কৃষকরা হতাশ । এবং যুব সম্প্রদায়ও হতাশ। অর্থনৈতিক দূরবস্থার জন্য ভোগান্তিতে সাধারণ মানুষ। “
দেশের কৃষকরা গভীর সংকটে রয়েছে। দলিতদের জীবন শেষ হয়ে গিয়েছে। একইভাবে সমাজের পিছিয়ে পড়া মানুষেরও অবস্থা একইরকম বলে অভিযোগ করেন তিনি। বিহারের মানুষ কংগ্রেসের সঙ্গে রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
তাঁর অভিযোগ, কেন্দ্র ও বিহার সরকার নোটবন্দী এনেছে। লকডাউনের কারণে কর্মসংস্থান কমেছে। তাই “নতুন বিহার” গড়ার আবেদন জানান তিনি।
Be the first to comment