এলাহাবাদ হাইকোর্টের নজরদারিতেই হাথরস মামলার তদন্ত করবে CBI । মামলার নজরদারির বিষয়টি এখনই সুপ্রিম কোর্টে স্থানান্তর করার কোনও প্রয়োজন নেই। আজ একথা জানিয়েছে শীর্ষ আদালত।
আদালতের নজরদারিতে হাথরসের ঘটনার তদন্ত চালানোর বিষয়ে একাধিক পিটিশন জমা পড়েছিল সুপ্রিম কোর্টে । মামলা উত্তরপ্রদেশ থেকে দিল্লিতে স্থানান্তরিত করার জন্য আবেদনও করা হয়েছিল । আজ ওই পিটিশনগুলির শুনানি ছিল। শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বাধীন একটি বেঞ্চ জানায়, “মামলা সুপ্রিম কোর্টে স্থানান্তরিত হওয়ার আগে CBI -এর তদন্ত প্রক্রিয়া শেষ হওয়া দরকার।”
শীর্ষ আদালত আরও জানিয়েছে, ঘটনার তদন্ত প্রক্রিয়া একবার শেষ হয়ে গেলে তারপর মামলা স্থানান্তরিত করার বিষয়টি বিবেচনা করা যেতে পারে । তবে এখন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ঘটনার তদন্ত করছে এবং এখনও পর্যন্ত উদ্বেগের কোনও কারণ নেই ।
সুপ্রিম কোর্টে যে পিটিশনগুলি জমা পড়েছিল, তাতে আশঙ্কা করা হয়েছিল যে উত্তরপ্রদেশে মামলা চললে তদন্ত প্রক্রিয়া প্রভাবিত হতে পারে এবং যথাযথ বিচার পাওয়া সম্ভব হবে না । এই আশঙ্কার প্রেক্ষিতে CBI-কে যাবতীয় স্ট্যাটাস রিপোর্ট এলাহাবাদ হাইকোর্টে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট । পাশাপাশি, এলাহাবাদ হাইকোর্টের একটি নির্দেশ থেকে নির্যাতিতার নাম সরানোরও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত ।
১৪ সেপ্টেম্বর মা ও দাদার সঙ্গে প্রতিদিনের মতো ঘাস কাটতে গেছিলেন হাথরসের ওই দলিত যুবতি ৷ অভিযোগ, সেই সময় তাঁকে টানতে টানতে পাশের একটি জমিতে নিয়ে গিয়ে গণধর্ষণ করে চারজন ৷ জিভ টেনে ছিঁড়ে দেওয়ার চেষ্টা করা হয় ৷ তাঁর জিভে গভীর ক্ষত ছিল । হাসপাতালে টানা ১৫ দিনের লড়াই শেষে দিল্লিতে মৃত্যু হয় হাথরসের নির্যাতিতার।
Be the first to comment