বাংলার পরিস্থিতি জানাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন জগদীপ ধনকড়। বৈঠক শেষে দিল্লির সংবাদমাধ্যমের সামনে একইভাবে রাজ্যের বিরুদ্ধে সরব হতে দেখা গেল ধনকড়কে। তাঁর বক্তব্যে উঠে এল রাজ্যের প্রশাসনিক ব্যবস্থার বিরুদ্ধে অভিযোগ। তিনি বলেন, সংবিধান ও আইন-প্রশাসনকে উপেক্ষা করছেন মুখ্যমন্ত্রী।
রাজ্যপাল বলেন, এ রাজ্যে আমলারা রাজনৈতিক দলের ভৃত্যের মত কাজ করছেন। এই আমলাদের উপস্থিতিতে বিধানসভা ভোট কতটা নিরপেক্ষ ভাবে হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি। তিনি আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার বৈঠক হয়েছে। কিন্তু কী বিষয়ে হয়েছে, সে ব্যাপারে বিস্তারিত বলা আমার উচিত হবে না।
রাজ্যপালের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয় পাল্টা মুখ খুলেছে তৃণমূল। তৃণমূল সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, রাজ্যপাল বিজেপির মুখপাত্র হিসেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন। তিনি তার মিথ্যে তথ্যের ঝুলি দিল্লিতে এনে খুলতেই পারেন। কল্যাণের বক্তব্য, রাজ্যে এখন একটা উৎসবের পরিবেশ। তার মধ্যে রাজ্যপাল রাজ্যকে কলুষিত করার চেষ্টা করছেন।
আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে রাজ্যপালের এই সাক্ষাৎকারের কথা আগেই জানিয়েছিল রাজভবন। শুক্রবার তিনি কলকাতায় ফিরছেন। তারপরেই এক মাসের ছুটি কাটাতে তার দার্জিলিং যাওয়ার কথা।
Be the first to comment