প্রায় তিন সপ্তাহের বেশি সময় ধরে মিন্টো পার্কের একটি বেসরকারি হাসপাতালের ICU-তে ভরতি রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায় । গত তিনদিনের তুলনায় আজ তাঁর শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল রয়েছে । যদিও ভেন্টিলেশনেই রয়েছেন তিনি । তবে আজ তৃতীয় পর্যায়ের ডায়ালিসিস করা হবে না বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে ।
সৌমিত্রবাবুর শারীরিক অবস্থা সম্পর্কে আজ চিকিৎসক অরিন্দম কর বলেন, “শেষ তিনদিনের তুলনায় সৌমিত্রবাবু এখন অনেকটাই স্থিতিশীল । গত ২৪ ঘণ্টায় ওঁর প্রস্রাব স্বাভাবিক হচ্ছে। ইউরিয়া ও ক্রিয়েটিনিনের মাত্রা কমেছে। আজ তাঁর ডায়ালিসিস করা হবে না। ডায়ালিসিস না করে আমরা দেখতে চাই যে তাঁর শারীরিক অবস্থা কেমন থাকে। সেই অনুযায়ী সিদ্ধান্ত নেব। এখনও ভেন্টিলেশনই রয়েছেন তিনি। ৪০ শতাংশের কম পরিমাণ অক্সিজেন সাপোর্ট দেওয়া হচ্ছে। স্যাচুরেশন ৯৭ থেকে ৯৮ শতাংশের মতো রয়েছে। ব্লাড প্রেসার ঠিক আছে। হিমোগ্লোবিন ও প্লেটলেট কাউন্ট স্বাভাবিক হয়েছে । তবে এখনও খানিকটা কম আছে। তাই আমরা ২ ইউনিট রক্ত দেব। প্লেটলেট ঠিক আছে, তাই নতুন করে তা দেওয়ার প্রয়োজন নেই। এছাড়া রক্তক্ষরণ আর হয়নি।
তিনি আরও বলেন, সকালের দিকে চোখ খুলে তাকাচ্ছেন সৌমিত্রবাবু। খুব বেশি যে সাড়া দিচ্ছেন তাও নয়। এই সমস্যাগুলো সম্পূর্ণভাবে চলে গেলে আমরা ফের স্নায়ুর চিকিৎসা শুরু করে দেব। নতুন করে জ্বর বা ব্লাড প্রেসার ওঠানামা করেনি। আমাদের ধারণা যে অ্যান্টিবায়োটিকগুলো দেওয়া হচ্ছে, সেগুলোতে তাঁর শারীরিক উন্নতি হচ্ছে।
৬ অক্টোবর সৌমিত্রবাবুর কোরোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তড়িঘড়ি তাঁকে মিন্টো পার্কের ওই হাসপাতালে ভরতি করা হয়। এখনও সেখানেই চিকিৎসাধীন তিনি। হাসপাতালে ভর্তি হওয়ার পর ঠিকই ছিলেন। লেখালেখিও করছিলেন কিন্তু ৯ অক্টোবর তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় তাঁকে ITU-তে স্থানান্তরিত করা হয়। তারপর চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন তিনি। কয়েকদিন আগে তাঁর কোরোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন। কিন্তু তার মধ্যে ২০ অক্টোবর স্নায়ুর সমস্যার জেরে ফের তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। ইতিমধ্যেই দু’বার তাঁর ডায়ালিসিস করা হয়েছে। তারপর আগের থেকে অনেকটাই ভালো রয়েছেন তিনি।
Be the first to comment